খেলাসর্বশেষ

আর ইউরোপে ফেরার সুযোগ নেই লিওনেল মেসির

Leo-messi
ক্যারিয়ারের বড় একটা অংশই ইউরোপে কাটিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি।

গত সোমবার নিজের ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জয়ের পর ফরাসি গণমাধ্যম লেকিপকে দেওয়া এক সাক্ষাত্কারে আবারও ইউরোপে ফেরা প্রসঙ্গে লিওনেল মেসি বলেন, ঈশ্বরকে ধন্যবাদ, ইউরোপে আমার অসাধারণ ক্যারিয়ার ছিল এবং আমি যা স্বপ্ন দেখেছিলাম সবই জিতেছি এখানে। এখন যেহেতু আমি যুক্তরাষ্ট্রে আসার সিদ্ধান্ত নিয়েছি, আমি মনে করি না যে আমি ইউরোপে খেলতে ফিরব।
মেসি আবারও স্বীকার করেছেন যে তিনি গত মৌসুমে বার্সেলোনায় ফিরে আসার কথা ভেবেছিলেন কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। লিওনেল মেসি বলেন ‘আমি ফিরতে পারতাম, কিন্তু আমি আবার বার্সেলোনাতে ফেরার মতো সেরকম অবস্থা ছিল না। এমনকি আমি বার্সেলোনাতে ফিরে যাওয়ার কথা ভেবেছিলাম, সেখান থেকে আমার সব শুরু । আমি চেয়েছিলাম সেখান থেকে ক্যারিয়ারের ইতি টানতে, কিন্তু তা সম্ভব হয়নি। ব্যাপারটা ঠিক তেমনই যে কারণে আমি ২০২১ সালে বার্সেলোনা ছেড়েছি। সে কারণেই আর বার্সেলোনায় ফিরিনি।
বার্সেলোনার ভয়াবহ আর্থিক অবস্থা স্পেন থেকে প্যারিসে চলে যেতে বাধ্য করেছিল মেসিকে। যদিও পরে শোনা গিয়েছিল সেখানে ফিরে ক্লাব ক্যারিয়ারের ইতি জানাবে তিনি। তবে তা আর হচ্ছে না। তিনি এখন যুক্তরাষ্ট্রেই থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
বলেন, ‘আমার জীবন এবং আমার ক্যারিয়ারে এই বড় সিদ্ধান্ত নিতে পেরে আমি খুব গর্বিত। ইউরোপে আমার কাজ শেষ। আমি সব গুরুত্বপূর্ণ ক্লাবের হয়ে খেলেছি। কেউ জানে না তবে আমি এখন বলতে পারি যে ইউরোপে আমার অনেক সুযোগ ছিল, ব্রাজিলের অনেক ক্লাব, অস্ট্রেলিয়ায়, যুক্তরাষ্ট্রে এমনকি পর্তুগালে অনেক ক্লাব আমাকে সই করার চেষ্টা করেছিল, তবে সেই সব ক্লাবে যাওয়ার আমার আগ্রহ ছিল না। আমি এমন কোথাও যেতে চেয়েছি যেখানে আমি স্বাধীন ভাবে খেলতে পারব। আমার মনে হয়েছে ইন্টার মিয়ামি আমার জন্য সঠিক স্থান।’
এর আগে ২০০০ সালের সেপ্টেম্বরে বার্সেলোনার যুব দলে যোগ দেন মেসি। এরপর ২০০৩ সালের নভেম্বরে তার অভিষেক হয় মূল দলে। প্রায় দুই দশকের বেশি সময় বার্সেলোনায় থাকার পর ২০২১-২২ সালে বার্সেলোনার সঙ্গে সম্পর্কের ইতি টেনে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন তিনি। বার্সেলোনার জার্সি গায়ে ৭৭৮টি ম্যাচ খেলেছেন মেসি, করেছেন ৬৭২টি গোল। দুটিই বার্সেলোনার ইতিহাসের রেকর্ড। শুধু তাই নয়, কোনো একক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও মেসির। কাতালান ক্লাবটির হয়ে ৩৫টি শিরোপা জিতেছেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর।

Related posts

আল্লাহ তায়ালার নির্দেশ তোমরা একে-অপরকে মন্দ নামে ডেকো না

Asma Akter

মিরপুরে যান চলাচল স্বাভাবিক

Megh Bristy

হবিগঞ্জে চা-বাগান থেকে নারীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

Suborna Islam

Leave a Comment