শিক্ষাসর্বশেষ

৪ নভেম্বর চালু হচ্ছে অ্যাপ , ষষ্ঠ-সপ্তমের শিক্ষার্থীদের মূল্যায়নে

secondary and higher education board

নতুন কারিকুলামে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে ‘নৈপুণ্য’ অ্যাপ চালু হচ্ছে আগামী ৪ নভেম্বর।বৃহস্পতিবার (০২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এক অতীব জরুরি বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।

এতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ২০২২ অনুযায়ী ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালুকৃত মূল্যায়ন পদ্ধতিতে শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট কার্ড প্রস্তুতের সুবিধার্থে ‘এটুআই’ এর কারিগরি সহায়তায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক’নৈপুণ্য’ নামে একটি অ্যাপ ডেভেলপ করা হয়েছে। অ্যাপটি আগামী ৪ নভেম্বর সকাল ১০টা থেকে উন্মুক্ত করা হবে।

‘নৈপুণ্য’ অ্যাপটির ওয়েব ভার্সন ব্যবহার সংক্রান্ত একটি গাইডলাইন বা নির্দেশনা তৈরি করা হয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বরের মধ্যে ‘নৈপুণ্য’ অ্যাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

সব শিক্ষা প্রতিষ্ঠানকে অ্যাপটির ওয়েব ভার্সন ব্যবহার সংক্রান্ত গাইডলাইন বা নির্দেশনা অনুযায়ী ‘নৈপুণ্য’ অ্যাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Related posts

অবিশ্বাস্য ছাড় সমস্ত প্রিমিয়াম ফ্লাগশিপ ফোনে

Rubaiya Tasnim

সেরা গতিতে ফাইল ট্রান্সফারের নতুন ধামাকা নিয়ে আসছে গুগল

Samar Khan

রওশন এরশাদ বলেন, একুশে ফেব্রুয়ারি শুধু শোক নয় উৎসবের দিনও

Asma Akter

Leave a Comment