আবহাওয়াবাংলাদেশেসারাদেশ

আসছে শীত কমবে রাতের তাপমাত্রা

Winter-morning pickynews24
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে

আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ক্রমেই কমে শীতের আবহ তৈরি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী দুইদিনও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানান তিনি।

গত প্রায় এক মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সোমবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। এর আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় কিছুটা বাড়লেও দেশের অধিকাংশ অঞ্চলে কমেছে রাতের তাপমাত্রা।

এদিকে, রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল চট্টগ্রামে।

Related posts

সুয়ারেজ লাইনে আটকা দুই শিশু উদ্ধার, ৯৯৯-এ ফোন

Megh Bristy

ঈদ কে সামনে রেখে কামারপল্লিতে বেড়েছে ব্যস্ততা

Rishita Rupa

শুধু পাসপোর্ট থাকলেই যেতে পারবেন বাংলাদেশিরা যেসব দেশে

Megh Bristy

Leave a Comment