শিক্ষাস্বাস্থ্য

৯ জনের মৃত্যু ডেঙ্গুতে ,১৭৯৪ ভর্তি হাসপাতালে

DENGU
সোমবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে  বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৭৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ৪১৭ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৩৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট এক হাজার ৮২৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এরমধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৪১৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৪০৮ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ছয় জন ঢাকাতে এবং তিন জন ঢাকার বাইরে মারা যান।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকাতে ৮৪১ জন এবং ঢাকার বাইরে ৫৭৬ জন।

চলতি বছরের ছয় নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ৮১ হাজার ৬৯৮ জন। এরমধ্যে ঢাকাতে এক লক্ষ এক হাজার ৫৬৭ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক লাখ ৮০ হাজার ১৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট দুই লাখ ৭৩ হাজার ৬১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৯৮ হাজার ৯১৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল এক লাখ ৭৪ হাজার ৭০০ জন।

বর্তমানে সারা দেশে মোট ছয় হাজার ৬৬২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় এক হাজার ৮০৭ জন এবং ঢাকার বাইরে চার হাজার ৮৫৫ জন।

এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৭ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার দুই শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যায়।

Related posts

জন্মের পরই শিশুর চুল ফেলে দেওয়া কি ঠিক ?

Suborna Islam

পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকেই মেডিকেল ভর্তি পরীক্ষা হবে:স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

Megh Bristy

আবার ও একদিনে করোনায় আক্রান্ত ৪

Rishita Rupa

Leave a Comment