আন্তর্জাতিকসর্বশেষ

কোকাকোলা নিষিদ্ধ হলো তুরস্কে।

Coca-cola pickynews24
কি কারনে নিষিদ্ধ হলো

ই’সরায়ে’লকে সমর্থন দেওয়ায় তুরস্কের সংসদে নিষিদ্ধ করা হয়েছে বিশ্বখ্যাত কোম্পানি কোকাকোলা এবং নেসলের পণ্য।
এক বিবৃতিতে পশ্চিমা পণ্য নিষিদ্ধের তথ্য জানিয়েছে দেশটির সংসদে বলা হয়েছে, ‘যেসব কোম্পানি ইসরায়েলকে সমর্থন দেয় সেসব কোম্পানির পণ্য তুরস্কের সংসদ এলাকার রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া এবং চায়ের দোকানগুলোতে বিক্রি করা হবে না।’

সংসদের স্পিকার নুমান কুর্তুলমুস এ সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতিতে নিষিদ্ধ কোম্পানিগুলোর নাম উল্লেখ করা হয়নি। তবে একটি সূত্র জানিয়েছে, কোকাকোলা এবং নেসলের পণ্য সরিয়ে ফেলা হয়েছে। সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতেই মূলত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজায় অমানবিক হামলা শুরুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে— ইসরায়েলি এবং ইসরায়েলকে সমর্থন দেয়— এমন পশ্চিমা কোম্পানির পণ্য বর্জনের আহ্বান জানিয়ে আসছেন অনেকে। সেই আহ্বানের অংশ হিসেবেই তুরস্কের সংসদ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Related posts

নামাজের সময়সূচি: ৫ মার্চ ২০২৪

Asma Akter

মশার উপদ্রবে অতিষ্ঠ বাকৃবি শিক্ষার্থীরা

Suborna Islam

দীর্ঘ ৪০ বছর পর তুরাগ নদীতে নৌকা বাইচ

Rubaiya Tasnim

Leave a Comment