সর্বশেষ

ব্ল্যাক হোল’ সবচেয়ে পুরনো ‘ আবিষ্কার মহাবিশ্বের

Pickynews24

বিজ্ঞানীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন আবিষ্কৃত ব্ল্যাক হোলটি ‘বিগ ব্যাঙ’ বা মহাবিস্ফোরণের ৪৭ কোটি বছর পর সৃষ্টি হয়।

অর্থাৎ এখন থেকে ১ হাজার ৩৭০ কোটি বছর আগে মহাবিশ্ব সৃষ্টি হয়ে থাকলে, সদ্য আবিষ্কৃত এই ব্ল্যাক হোলের বয়স আনুমানিক ১ হাজার ৩২০ কোটি বছর।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা ও কানাডার এক্স-রে পর্যবেক্ষণ কেন্দ্র যৌথভাবে এই ব্ল্যাক হোলের সন্ধান পেয়েছে। প্রতিষ্ঠান দুটি বিগত কয়েক বছর ধরেই এ ধরনের ব্ল্যাক হোল খোঁজার চেষ্টা করে যাচ্ছিল। 
 
মহাবিশ্ব সৃষ্টির সূচনালগ্নেই ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর গঠিত হয়েছিল- নতুন এই আবিষ্কারের মধ্য দিয়ে সেই ধারণা আরও পোক্ত হলো। 
 
এর আগে, নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে একটি সক্রিয় অতিকায় ব্ল্যাক হোল ধরা পড়ে।
গত জুলাই মাসে ওই ব্ল্যাক হোলের কথা প্রথম জানায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বলা হয়, ব্ল্যাক হোলটির অবস্থান সিইইআরএস ১০১৯ নামে এক গ্যালাক্সি বা ছায়াপথের ভেতরে। গ্যালাক্সিটি অতি প্রাচীন একটি গ্যালাক্সি যা সম্ভবত বিগ ব্যাং তথা মহা বিস্ফোরণের অন্তত ৫৭ কোটি বছর পর সৃষ্ট

Related posts

সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস।

Megh Bristy

বছর শেষে টিকটকে সেরা হলেন সাফা কবির, দ্বিতীয় মেহজাবীন

Megh Bristy

‘ডানকি ফ্লাইটের’ যাত্রীরা যুক্তরাষ্ট্রে ঢুকতে ৬০ লাখ রুপি খরচেও রাজি ছিলেন

Rubaiya Tasnim

Leave a Comment