ইসলাম ধর্ম

ছবি আঁকা, তোলা কিংবা ঘরে টানানোর ক্ষেত্রে সহিহ হাদিস কি বলে।

প্রশ্ন : জীব-জন্তু, পশু-পাখির কিংবা মানুষের ছবি আঁকা, তোলা কিংবা ঘরে টানানোর ক্ষেত্রে সহিহ হাদিস কি আছে? দয়া করে রেফারেন্সসহ দিলে খুব উপকৃত হতাম।
উত্তর : রাসূলুল্লাহ সা: এ সম্পর্কে বলেছেন, ‘কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি দেয়া হবে ছবি অঙ্কনকারীদের’ (বুখারি-৫৯৫০)। এই হাদিসের ভিত্তিতে জীব-জন্তু, পশু-পাখির কিংবা মানুষের ছবি আঁকা, তোলা কিংবা ঘরে টানানো সবই বড় ধরনের গুনাহ তা বুঝে আসে। এ ধরনের আরো হাদিস বর্ণিত আছে। ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট

Related posts

সম্মাননা পেয়েছেন ফিচার লেখক রায়হান আহমেদ তামীম

Asma Akter

নবিজি (সা.) আদেশ ও নিষেধ করেছেন যে ৭ বিষয়ে

Asma Akter

কাপড় কি অপবিত্র হবে?দুধের শিশুর বমি লাগলে।

Asma Akter

Leave a Comment